বিসমিল্লাহির রহমানির রহিম

সালাতের ফযীলত

 

এক ওয়াক্ত সালাত ছুটে গেলে এক হুকবা বা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে :

(২) রাসূলুল্লাহ (সা.) বলেন, যদি কোন ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় আর ইতিমধ্যে ঐ সালাতের ওয়াক্ত পার হয়ে যায় এবং সালাত আদায় করে নেয়, তবুও তাকে এক হুকবা জাহান্নামে শাস্তি দেওয়া হবে। 

এক হুকবা হল, ৮০ বছর। আর প্রত্যেক বছর ৩৬০ তিন। আর প্রত্যেক দিন এক হাযার বছরের সমান, যেভাবে তোমরা   গণনা কর। উলেখ্য, উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট দুই কোটি অষ্টাশি লক্ষ বছর হয়।

 


তাহক্বীকৃ :

বর্ণনাটি মিথ্যা ও বানোয়াট। উক্ত বক্তব্য তাবলীগ জামাআতের অনুসরণীয় গ্রন্থ ফাযায়েলে আমল-এর ফাযায়েলে নামায অংশে উল্লেখ করা হয়েছে। 

কিন্তু সেখানে কোন প্রমাণ পেশ করা হয়নি। বরং বলা হয়েছে, ‘এভাবেইমাজালিসুল আবরারেউলেখ করা হয়েছে। 

তবে আমার নিকটে হাদীছের যে সমস্তু গ্রন্থ রয়েছে, তার মধ্যে আমি উহা পাইনিলেখক নিজেই যেহেতু স্বীকার করেছেন, সেহেতু আর মন্তব্যর প্রয়োজন নেই। 

তবে দুঃখজনক হল, স্পষ্ট হওয়ার পর কেন তা রাসূল (সা.)-এর নামে বর্ণনা করতে হবে? এটা নিঃসন্দেহে তার নামে মিথ্যাচারের শামিল।

 

জ্ঞাতব্য :

ছহীহ হাদীছের দৃষ্টিকোণ থেকেও কথাটি সঠিক নয়। কারণ রাসূল (সা.) বলেন, ঘুম বা ভুলের কারণে যে ব্যক্তির সালাত ছুটে যাবে, তার কাফফারা হল যখন স্মরণ হবে তখন তা পড়ে নেয়া 

এছাড়া রাসূল (সা.) এবং ছাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের দিন সূর্য ডুবার পর আছরের সালাত আদায় করেন। 

অতঃপর মাগরিবের সালাত আদায় করেন।তাছাড়া ফজর সালাতও একদিন তারা সূর্যের তাপ বাড়ার পরে পড়েছেন। তাহলে তাদের শাকিত বছর হবে? (নাউযুবিল্লাহ)।

 


২৫৫. ছহীহ বুখারী ১/১৬৫ পৃঃ; হা/১২৩৭-এর পূর্বের আলােচনা দ্রঃ, (ইফাবা হা/১১৬৫

এর পূর্বের আলোচনা, ২/৩৫৫ পৃঃ), ‘জানাযাঅধ্যায়, অনুচ্ছেদ-১।।

২৫৬. ছহীহ বুখারী হা/৫৮২৭, ২/৮৬৭ পৃঃ, ‘পােষাকঅধ্যায়, অনুচ্ছেদ-২৩; ছহীহ

মুসলিম হা/২৮৩, ১/৬৬ পৃঃ, “ঈমান অধ্যায়, অনুচ্ছেদ-৪২; মিশকাত হা/২৬; বঙ্গানুবাদ মিশকাত হা/২৪, ১ম খ-, পৃঃ ২৯; ছহীহ মুসলিম হা/১৫৬, ১/৪৫ পৃঃ,

ঈমান অধ্যায়, অনুচ্ছেদ-১২; মিশকাত হা/৩৯; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৫।

২৫৭. ফাযায়েলে আমল (উর্দু), পৃঃ ৩৯; বাংলা, পৃঃ ১১৬।

২৫৮. ফাযায়েলে আমল (উর্দু), পৃঃ ৩৯; বাংলা, পৃঃ ১১৬।

২৫৯. ছহীহ বুখারী হা/৫৯৭, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৭০, ২/৩৫ পৃঃ), ছালাতের ওয়াক্ত

সমূহ অধ্যায়, যে ব্যক্তি ছালাত ভুল করেঅনুচ্ছেদ-৩৭; ছহীহ মুসলিম হা/১৫৯২, ১৫৯৮, ১৬০০, ১/২৩৮, (ইফাবা হা/১৪৩১ ও ১৪৩৬), ‘মসজিদ সমূহঅধ্যায়, অনুচ্ছেদ-৫৬; মিশকাত হা/৬০৩, পৃঃ ৬১ এবং হা/৬৮৪, পৃঃ ৬৬

৬৭; বঙ্গানুবাদ মিশকাত হা/৬৩৩, ২/২০৮ পৃঃ।।

২৬০. ছহীহ বুখারী হা/৫৯৬ ও ৫৯৮, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৬৯, ২/৩৫ পৃঃ), ‘ছালাতের সময় অধ্যায়, ‘ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর রাসূল (ছাঃ)জামা'আতের সাথে ছালাত আদায় করেছেন অনুচ্ছেদ-৩৬; ছহীহ মুসলিম হা/১৪৬২, ১/২২৭, (ইফাবা হা/১৩০৩), ‘মসজিদ সমূহ অধ্যায়, অনুচ্ছেদ-৩৭।

 

(৩)আবদুল্লাহ ইবনু আমর ইবনুলআছ (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সা.) একদিন সালাতের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, যে ব্যক্তি সালাতের সংরক্ষণ করবে কিয়ামতের দিন তা তার জন্য জ্যোতি, প্রমাণ ও মুক্তির উপায় হবে। 

আর যে তার হেফাযত করবে না তার জন্য তা জ্যোতি, প্রমাণ ও মুক্তির উপায় হবে না। কিয়ামতের দিন সে কারূণ, ফেরআউন, হামান ও উবাই। ইবনু খালাফের সাথী হবে।

 

 তাহক্বীকৃ :

হাদীছটি যঈফ। এর সনদে ঈসা ইবনু হেলাল ছাদাফী নামক একজন দুর্বল রাবী আছে। উল্লেখ্য, উক্ত হাদীছকে তাহক্বীকে মিশকাতে ছহীহ বলা হলেও চূড়াড় তাহক্বীকে আলবানী (রহঃ) যঈফ বলেছেন।

(৪) আনাস (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে যেন প্রকাশ্য কুফুরী করল।

তাহক্বীকৃ :

হাদীছটি যঈফ।ইমাম ত্বাবারাণী হাদীছটি যঈফ হওয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, আবু জাফর রাযী থেকে হাশেম বিন কাসেম ছাড়া কেউ হাদীছটি বর্ণনা করেননি। মুহাম্মাদ ইবনু আবুদাউদ তার থেকে এককভাবে বর্ণনা করেছে।


২৬১. ছহীহ মুসলিম হা/১৫৯২, ১/২৩৮ পৃঃ, (ইফাবা হা/১৪৩১), ‘মসজিদ সমূহঅধ্যায়,

অনুচ্ছেদ-৫৬; মিশকাত হা/৬৮৪, পৃঃ ৬৬-৬৭; বঙ্গানুবাদ মিশকাত হা/৬৩৩,

২/২০৮ পৃঃ।।

২৬২. আহমাদ হা/৬৫৭৬; মিশকাত হা/৫৭৮, পৃঃ ৫৮-৫৯; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৩১,

| ২/১৬৪ পৃঃ।।

২৬৩. যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/৩১২; তারাজুউল আলবানী হা/২৯।

২৬৪. মিশকাত হা/৫৭৮, ১/১৮৩ পৃঃ।

২৬৫. তারাজুউল আলবানী হা/২৯।

২৬৬. ত্বাবারাণী, আল-মু'জামুল আওসাত হা/৩৩৪৮।

২৬৭. সিলসিলা যঈফাহ হা/২৫০৮ ও ৫১৮০যঈফুল জামেহা/৫৫২১যঈফ আত

তারগীব ওয়াত তারহীব হা/৩০৪।

২৬৮. –আল মু'জামুল আওসাত হা/৩৩৪৮সিলসিলা যঈফাহ হা/২৫০৮।

২৬৯. কাশফুল খাফা ২/৩২ পৃঃতাযকিরাতুল মাওযূআতপৃঃ ৩৮ফাযায়েলে আমলপৃঃ ২৯।

 

(৫) ছালাত হল দ্বীনের খুঁটি। সুতরাং যে ব্যক্তি সালাত কায়েম করল সে দ্বীন প্রতিষ্ঠা করল। আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করল'

 

তাহক্বীকৃ :

সমাজে হাদীছটি সমধিক প্রচলিত থাকলেও ছহীহ কোন ভিত্তি নেই। ইমাম নববী (রহঃ) বলেন, এটি বাতিল ও মুনকার।

 

 (৬) রাসূল (সা.) বলেছেন, সালাত মুমিনের মি'রাজ'

 

তাহক্বীকৃ:

উক্ত বর্ণনার কোন সনদ নেই। এটি ভিত্তিহীন ও বানোয়াট।

 

(৭) আনাস (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, সালাত মুমিনের নূর।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি যঈফ। মুহাদ্দিছ হুসাইন সালীম আসাদ বলেন, উক্ত হাদীছের সনদ অত্যন্ত দুর্বল। উক্ত সনদে ঈসা ইবনু মায়সারা নামে একজন দুর্বল রাবী আছে। 

উল্লেখ, সালাত নূর এবং ছাদাক্বা দলীল মর্মে ছহীহ মুসলিমে যে হাদীছ বর্ণিত হয়েছে তা ছহীহ।

 

(৮)যে ব্যক্তি জামাআতের সাথে ফজরের সালাত আদায় করে সে যেন আদম (আঃ)-এর সাথে ৫০ বার হজ্জ করে এবং যে ব্যক্তি যহোরের সালাত  জামাআতের সাথে পড়ে সে যেন নূহ (আঃ)-এর সাথে ৪০ কিংবা ৩০ বার হজ্জ করে। এভাবেই অন্যান্য ওয়াক্ত সে আদায় করে।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি জাল বা মিথ্যা।

 

২৭০. কাশফুল খাফা ২/৩১ পৃঃ।।

২৭১. তাফসীরে রাযী ১/২১৪ পৃঃ; তাফসীরে হাক্কী ৮/৪৫৩ পৃঃ; মিরক্বাতুল মাফাতীহ

১/১৩৪ পৃঃ, ‘ঈমান অধ্যায়।

২৭২. মুসনাদে আবী ইয়ালা হা/৩৬৫৫; ফাযায়েলে আমল, পৃঃ ২৯।

২৭৩. তাহক্বীকৃ মুসনাদে আবী ইয়ালা হা/৩৬৫৫।

২৭৪. সিলসিলা যঈফাহ হা/১৬৬০।

২৭৫. ছহীহ মুসলিম হা/৫৫৬, ১/১১৮ পৃঃ; মিশকাত হা/২৮১, পৃঃ ৩৮; বঙ্গানুবাদ

মিশকাত হা/২৬২, ২/৩৭ পৃঃ।

২৭৬. হাসান ইবনু মুহাম্মাদ আছ-ছাগানী, আল-মাওযূ'আত হা/৪৮, পৃঃ ৪২।।

২৭৭. আল-মাওযূ'আত হা/৪৮, পৃঃ ৪২।

২৭৮. ইবনু মাজাহ হা/২২৩৪, পৃঃ ১৬১, ব্যবসা অধ্যায়, ‘বাজার সমূহঅনুচ্ছেদ;

মিশকাত হা/৬৪০, পৃঃ ৬৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৮৯, ২/১৮৯ পৃঃ।

২৭৯. যঈফ ইবনে মাজাহ হা/২২৩৪।

 

(৯) সালমান ফারেসী (রাঃ) বলেন, আমি রাসূল (সা.) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরে ফজরের সালাতের দিকে গেল, সে ঈমানের পতাকা নিয়ে গেল। আর যে ভোরে (সালাত আদায় না করে) বাজারের দিকে গেল, সে শয়তানের পতাকা নিয়ে গেল।


তাহক্বীকৃ :

উক্ত হাদীছের সনদ অত্যন্ত দুর্বল। এর সনদে উবাইস ইবনু মাইমুন নামক রাবী রয়েছে। ইমাম বুখারীসহ অন্যান্য মুহাদ্দিছও তাকে মুনকার বলে অভিযোগ করেছেন। ইবনু হিব্বান বলেন, সে নির্ভরযোগ্য  ব্যক্তির নাম দিয়ে ধারণা পূর্বক বহু জাল হাদীছ বর্ণনা করেছে।

 

(১০) ইমরান ইবনু হুছাইন (রাঃ) বলেন, রাসূল (সা.) -কে একদা জিজ্ঞেস করা হল আল্লাহর এই বাণী সম্পর্কে-নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তখন তিনি বললেন, যাকে তার সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে না, তার সালাত হয় না।

 

তাহক্বীকৃ :

হাদীছটি যঈফ। উক্ত বর্ণনার সনদে ইবনু জুনাইদ নামে একজন মিথুক রাবী রয়েছে। মুহাদ্দিছগণ বর্ণনাটিকে মুনকার বলেছেন।

 

(১১) ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, যার সালাত তাকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে না, তাকে উহা ইসলাম থেকে দূরে সরে দেওয়া ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি বাতিল বা মিথ্যা। এর সনদে লাইছ ইবনু আবী সালীম নামক ত্রুটিপূর্ণ রাবী রয়েছে।

 

জ্ঞাতব্য :

উক্ত বর্ণনাগুলো প্রমাণ করে ত্রুটিপূর্ণ কোন ব্যক্তি সালাত আদায় করলে সালাত কবুল হয় না। সুতরাং সালাত আদায় করে কোন লাভ নেই। 

কিন্তু উক্ত ধারণা সঠিক নয়। বরং সালাত আদায়ের মাধ্যমে এক সময় সে আল্লাহ অনুগ্রহে পাপ কাজ ছেড়ে দিবে। ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে,

আবু হুরায়রা (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি রাসূল (সা.)-এর নিকটে এসে বললেন, অমুক ব্যক্তি রাত্রিতে সালাত আদায় করে আর সকাল হলে চুরি করে। তিনি উত্তরে বললেন, সালাত তাকে অচিরেই তা থেকে বিরত রাখবে।

 

(১২) উম্মু রূমান বলেন, আবুবকর (রাঃ) আমাকে একদা সালাতে ঝুঁকতে দেখে অত্যন্ত জোরে ধমক দিলেন। ফলে আমি সালাত ছেড়ে দেওয়ার উপক্রম হলাম। তারপর তিনি বললেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, যখন তোমাদের কোন ব্যক্তি সালাতে দাঁড়ায়, তখন সে যেন তার শরীরকে স্থির রাখে। ইহুদীদের মত যেন না ঝুঁকায়। কারণ সালাতের মধ্যে শরীরে সমস্তু অঙ্গ-প্রত্যঙ্গ স্থির রাখা সালাত পরিপূর্ণ হওয়ার অংশ।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি জাল। এর সনদে হাকাম ইবনু আব্দুলাহ নামে একজন মিথুক রাবী আছে। ইমাম আহমাদ (রহঃ) বলেন, এর সমস্তু হাদীছই জাল।

 

২৮০. মিশকাত হা/৬৪০-এর টীকা দ্রঃ।

২৮১. তাফসীরে ইবনে কাছীর; সিলসিলা যঈফাহ হা/৯৮৫; ফাযায়েলে আমল, পৃঃ ১৭২।

২৮২. সিলসিলা যঈফাহ হা/৯৮৫।

২৮৩. ফাযায়েলে আমল, পৃঃ ১৭৩; ত্বাবারাণী, আল-মু'জামুল কাবীর হা/১০৮৬২।

২৮৪. সিলসিলা যঈফাহ হা/২, ১/৫৪ পৃঃ।

২৮৫. আহমাদ হা/৯৭৭৭; মিশকাত হা/১২৩৭, পৃঃ ১১০, সনদ ছহীহ; বঙ্গানুবাদ মিশকাত হা/১১৬৮, ৩/১২১ পৃঃ।

 

(১৩) আনাস (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে, ভালভাবে ওযূ করে, পূর্ণ কিয়ামরকু- সিজদা করে ও নতা অবলম্বন করে তার সালাত আলোকউজ্জ্বল  হয়ে বের হয় এবং বলে, আল্লাহ তোমাকে হেফাযত করনি যেভাবে তুমি আমাকে হেফাযত করলে। 

আর যে ব্যক্তি ওয়াক্ত মত সালাত আদায় করবে না, সুন্দরভাবে ওযূ করবে না, রকু-সিজদা করবে না তার সালাত কালো  কুৎসিত হয়ে বের হবে এবং বলবে, আল্লাহ তোমাকে ধ্বংস করন যেভাবে তুমি আমাকে ধ্বংস করেছ। অতঃপর সেই সালাতকে পুরান কাপড়ের মত জড়িয়ে তার মুখে মারা হবে।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি অত্যন্ত দুর্বল। উক্ত বর্ণনার সনদে আব্দুর রহমান ও আবু উবায়দাহ নামে দুজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে।

 

২৮৬. হিলইয়াতুল আওলিয়া; ফাযায়েলে আমল, পৃঃ ১৭০।

২৮৭. সিলসিলা যঈফাহ হা/২৬৯১।

২৮৮. সিলসিলা যঈফাহ ৬/২১৪ পৃঃ।।

২৮৯. তৃবারাণী, আল-আওসাত্ব হা/৩০৯৫; ফাযায়েলে আমল, পৃঃ ১৬২-১৬৩।

২৯০. যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/২২১।

২৯১. ত্বাবারাণী, আল-আওসাত্ব হা/৩০৯৫।

২৯২. ত্বাবারাণী, আল-আওসাত্ব হা/৮৮৬।

২৯৩. ফাযায়েলে আমল, পৃঃ ১৫১।

 

(১৪)আবদুল্লাহ ইবনু সালাম বলেন, যখন নবী করীম (সা.)-এর পরিবারে অভাব-অনটন দেখা দিত, তখন তিনি তাদেরকে সালাত আদায় করার নির্দেশ করতেন। 

অতঃপর পড়তেন, আর আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন এবং আপনিও তার প্রতি অটল থাকুন (সূরা ত্বো-হা ১২৩)।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি যঈফ। ইমাম তাবারাণী বলেন, আব্দুলাহ বিন সালাম ছাড়া এই হাদীছ আর কেউ বর্ণনা করেননি। মামার এককভাবে এটা বর্ণনা করেছে।

 

(১৫) মুজাহিদ বলেন, ইবনু আব্বাস (রাঃ)-কে জনৈক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হল, যে ব্যক্তি দিনে ছিয়াম পালন করে এবং রাত্রে তাহাজ্জুদ পড়ে কিন্তু জামা'আতে এবং জুম'আর সালাতে শরীক হয় না তার কী হবে? তিনি উত্তরে বললেন, সে জাহান্নামী।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি যঈফ।উক্ত হাদীছের সনদে লাইছ ইবনু আবী সুলাইম নামে একজন দুর্বল রাবী আছে।

 

 (১৬) সাহল ইবনু মুআয (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন, ঐ লোকের কাজ অত্যন্ত যুলুম, কুফর ও শঠতাপূর্ণ যে সালাত ও কল্যাণের দিকে আহ্বানকারীর ডাক শুনল কিন্তু মসজিদে উপস্থিত হল না।

তাহক্বীকৃ :

হাদীছটি যঈফ।উক্ত হাদীছের সনদে ইবনু লাহিয়া ও যুবান ইবনু ফায়েদ নামে দু'জন দুর্বল রাবী আছে।

 

(১৭) আবু মুসলিম বলেন, আমি আবু উমামা (রাঃ)-এর নিকট গেলাম। তখন তিনি মসজিদের পোকা-মাকড় দূর করছিলেন এবং আবর্জনা ফেলে  দিচ্ছিলেন। 

আমি বললাম, আপনার নিকট থেকে আমার কাছে এক ব্যক্তি এই হাদীছ বর্ণনা করেছে যে, রাসূল (সা.)  বলেছেন, যে ব্যক্তি ভালভাবে ওযূ করে, দুই হাত ও মুখ ধৌত করে, মাথা ও কান মাসাহ করে অতঃপর ফরয ছালাতে দাড়ায়, আলাহ তাআলা তার ঐ দিনের সমস্তু পাপ ক্ষমা করে দেন।

 যা সে হাত, কান, চোখ, চলাফেরা এবং অসুরের কল্পনার মাধ্যমে করেছে। অতঃপর আবু উমামা বলেন, আল্লাহর কসম আমি রাসূল (সা.)এর নিকট থেকে অসংখ্য বার এই হাদীছ শুনেছি।


তাহক্বীকৃ :

বর্ণনাটি যঈফ। এর সনদে আবু মুসলিম নামে মিথুক বর্ণনাকারী রয়েছে।

 

(১৮) ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেন, কোন ওযর ছাড়াই যদি কেউ দুই সালাত  একত্রিত করে পড়ে, তাহলে সে কাবীরা গােনাহের যে সমস্তু দরজা রয়েছে, তার একটিতে উপনীত হল।

 

তাহক্বীকৃ :

হাদীছটি অত্যন্ত দুর্বল। ইমাম তিরমিযী বলেন, এর সনদে হানাশ নামে একজন রাবী আছে। ইমাম আহমাদ সহ অন্যান্য মুহাদ্দিছগণ তাকে যঈফ বলেছেন।

 

 (১৯) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, যার সালাত নেই ইসলামে তার কোন অংশ নেই এবং যার ওযূ হয় না তার সালাতে হয় না।

 

তাহক্বীকৃ :

হাদীছটি অত্যন্ত যঈফ।উক্ত হাদীছের সনদে আবদুল্লাহ ইবনু সাঈদ ইবনু আবু সাঈদ নামে একজন রাবী আছে। সে সকল মুহাদ্দিছের ঐকমত্যে যঈফ। উলেখ্য যে, যার ওযূ হয় না তার সালাতে হয় না মর্মে অংশটুকু ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত।

 

২৯৪. ত্বাবারাণী আল-আওসাত্ব হা/৮৮৬।

২৯৫. তিরমিযী হা/২১৮, ১/৫২ পৃঃ; ফাযায়েলে আমল, পৃঃ ১৪০।

২৯৬. যঈফ তিরমিযী হা/২১৮; যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/২৩৬ ও ৪৪৬।

২৯৭. তাহক্বীকৃ জামেউল উছুল হা/৩৮১১ -এর টীকা দ্রঃ; আত-তুয়ুরইয়াত ৫/২১ পৃঃ।

২৯৮. মুসনাদে আহমাদ হা/১৫৬৬৫; তৃবারাণী হা/১৬৮০৪; ফাযায়েলে আমল, পৃঃ ১৩৮।

২৯৯, যঈফ আত-তাগীব ওয়াত তারহীব হা/২৩৩; যঈফুল জামে' হা/২৬৫০।

৩০০. তাহক্বীকৃ মাজমাউয যাওয়ায়েদ হা/২১৫৯, ২/৫৪ পৃঃ; তামামুল মিন্নাহ, পৃঃ ১৫২।

৩০১. মুসনাদে আহমাদ হা/২২৩২৬; ফাযায়েলে আমল, পৃঃ ৭৭।

৩০২. সিলসিলা যঈফাহ হা/৬৭১১, ১৪/৪৬৫ পৃঃ; যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/১৩৪। ৩০৩. তিরমিযী হা/১৮৮, ১/৪৮ পৃঃ, ‘ছালাত' অধ্যায়; ত্বাবারাণী হা/১১৩৭৫; বায়হাকী

| সুনানুল কুবরা হা/৫৭৭১; হাকেম হা/১০২০; ফাযায়েলে আমল, পৃঃ ১০০।

৩০৪. সিলসিলা যঈফাহ হা/৪৫৮১।

৩০৫.-তিরমিযী হা/১৮৮, ১/৪৮ পৃঃ।।

৩০৬. মুসনাদে বাযযার হা/৮৫৩৯; ফাযায়েলে আমল, পৃঃ ১১৮।

৩০৭. যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/৩০১।

৩০৮. মাজমাউয যাওয়ায়েদ ১/৩৬৪ পৃঃ, হা/১৬১২।

৩০৯. আবুদাঊদ হা/১০১।

 

(২০) ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, যার আমানত নেই তার ঈমান নেই, যার ওযু হয় না তার সালাত হয় না, যে সালাত আদায় করে তার দ্বীন নেই। মূলতঃ দ্বীনের মধ্যে সালাতের স্থান অনুরূপ যেমন শরীরের মধ্যে মাথার স্থান।

 

তাহক্বীকৃ :

হাদীছটি যঈফ। ইমাম ত্বাবারাণী বলেন, মিনদিল ছাড়া উবায়দুলণ্টাহ বিন ওমর থেকে এই হাদীছ কেউ বর্ণনা করেনি। আর হাসান তার থেকে এককভাবে বর্ণনা করেছে। উলেখ্য যে, যার আমানত নেই তার ঈমান নেই মর্মে অন্যত্র ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে।

 

(২১) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি কোন এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে আল্লাহর  সাথে সাক্ষাৎ করবে যখন তিনি ঐ ব্যক্তির উপর রাগান্বিত থাকবেন।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি যঈফ। এর সনদে সিমাক ও সাহল ইবনু মাহমূদ নামে দুজন দুর্বল রাবী আছে।

 

৩১০. ত্বাবারাণী আওসাত্ব ২/৩৮৩ পৃঃ; আল-মু'জামুছ ছাগীর হা/১৬২; মুখাব হাদীস, পৃঃ ১৯০।

 

(২২) আব্দুল্যাহ ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেন, এমন তিন ব্যক্তি আছে, যাদের জন্য কিয়ামতের কঠিন কষ্টের ভয় নেই। 

অন্যান্য মাখলুকের হিসাব না হওয়া পযন্ত তাদের হিসাব দিতে হবে না। এর পূর্বে তারা মেশকের টিলায় ভ্রমণ করবে। 

এক- যে আল্লাহর  জন্য কুরআন তেলাওয়াত করেছে, এমনভাবে ইমামতি করেছে যে মুক্তাদীরা তার উপর সন্তুষ্ট। 

দুই- ঐ ব্যক্তি, যে আল্লাহর  সন্তুষ্টির জন্য মানুষকে সালাতের দিকে আহ্বান করে। 

তিন- ঐ ব্যক্তি, যে তার মনীবের সাথে ও আয়ত্বাধীন লােকদের সাথে সুসম্পর্ক বজায় রাখে।

তাহক্বীকৃ :

হাদীছটি যঈফ। এর সনদে উছমান ইবনু কায়েস আবুল ইয়াকান ও বাশীর ইবনু আছেম নামে দু'জন দুর্বল রাবী রয়েছে।

 

৩১১. -যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/২১৩; যঈফুল জামে হা/৬১৭৮।

৩১২. আহমাদ হা/১২৪০৬; সনদ ছহীহ, ছহীহ তারগীব হা/৩০০৪; মিশকাত হা/৩৫।

৩১৩. ত্বাবারাণী কাবীর হা/১১৬১৭; মুখাব হাদীস, পৃঃ ১৯১।

৩১৪. সিলসিলা যঈফাহ হা/৪৫৭৩।

৩১৫. ত্বাবারাণী হা/১১১৬; মুখাব হাদীস, পৃঃ ১৯৫।

৩১৬. সিলসিলা যঈফাহ হা/৬৮১২; যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/৮৬৩।

 

(২৩) উবায়দুলণ্টাহ ইবনু সালমান থেকে বর্ণিত, রাসূল (সা.) -এর জনৈক ছাহাবী তার নিকট হাদীছ বর্ণনা করেছে যে, আমরা যখন খায়বার বিজয় করলাম, তখন তারা তাদের গণীমত সমূহ বের করে দিল। 

যার মধ্যে বিভিন্ন রকমের সম্পদ ও যুদ্ধবন্দী ছিল। লােকেরা তাদের নিকট থেকে গণীমত ক্রয় করতে লাগল। 

তখন এক ব্যক্তি রাসূল (সা.) -এর নিকট এসে বলল, এই ব্যবসায় আমার যা লাভ হয়েছে অন্য কারাে এত লাভ হয়নি। রাসূল (সা.)  তাকে জিজ্ঞেস করলেন, তােমার কত লাভ হয়েছে

সে বলল, আমি সমানে ক্রয়-বিক্রয় করছিলাম তাতে ৩০০ উকিয়া লাভ হয়েছে। রাসূল (সা.)  বলেন, আমি কি তােমাদের এর চেয়ে অধিক লাভবান হওয়া যায় এমন কথা বলব

সে বলল, সেটা কী হে আল্লাহর রাসূল (সা.) ! তিনি বললেন, ফরয সালাতের  পর দুই রাকআত সালাত।

 

তাহক্বীকৃ :

হাদীছটি যঈফ। উক্ত হাদীছের সনদে উবায়দুলণ্টাহ ইবনু সালমান নামে একজন অপরিচিত রাবী আছে।

 

(২৪) উবাদা ইবনু ছামেত (রাঃ) বলেন, আমার বন্ধু রাসূল (সা.) আমাকে সাতটি বিষয়ে অছিয়ত করেছেন। তিনি বলেন


(১) তােমরা শিরক করবে না যদিও তােমাদেরকে টুকরাে টুকরাে করে হত্যা করা হয় অথবা আগুনে পােড়ানাে হয় অথবা শূলীতে চড়িয়ে হত্যা করা হয় 

(২) তােমরা ইচ্ছাকৃতভাবে সালাত  ছেড়ে দিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। 

(৩) অবাধ্যতার নিকটবর্তী হয়ােকারণ এটা আল্লাহ অসন্তুষ্টির কারণ। 

(৪) মদ্যপান করাে না। কারণ উহা প্রত্যেক পাপের উৎস 

(৫) মৃত্যু কিংবা জিহাদ থেকে পলায়ন করাে না,যদি তার মধ্যে পড়ে যাও 

(৬) পিতা-মাতার অবাধ্য হয়াে না। যদি তারা তােমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলে তবুও তুমি তা থেকে বিরত থাক 

(৭) তুমি তােমার পরিবার থেকে আদর্শের লাঠি তুলে নিও না এবং তােমার পক্ষ থেকে তাদের উপর ইনছাফ করাে।


তাহক্বীকৃ :

হাদীছটি যঈফ। উক্ত হাদীছের সনদে সালামাহ ইবনু শুরাইহ ও ইয়াযীদ ইবনু কৃাওযুর নামে দুজন অপরিচিত রাবী আছে। ইমাম বুখারী ও যাহাবী তাদের অপরিচিত বলেছেন।উল্লেখ্য যেরাসূল  (সা.) তাকে দশটি নছীহত করেছিলেন বলে যে হাদীছ বর্ণিত হয়েছে তার সনদ ছহীহ।


(২৫) আনাস (রাঃ) বলেনরাসূল (ছাঃ)-এর মৃত্যুর সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম। তিনি আমাদের বললেনতােমরা ছালাতের ব্যাপারে আল্লাহকে ভয় কর। এটা তিনবার বললেন। অতঃপর তােমাদের দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর এবং দুই শ্রেণীর দুর্বল লােকের ব্যাপারে আল্লাহকে ভয় কর- বিধবা নারী ও ইয়াতীম বালক। তারপর তিনি বারবার বলতে থাকলেন,সালাতের ব্যাপারে তােমরা আল্লাহকে ভয় কর। আত্মা বের হওয়া পর্যড় তিনি এই সালাতের কথা বলতেই থাকলেন।

 

তাহক্বীকৃ :

বর্ণনাটি অত্যন্ত যঈফ। উক্ত বর্ণনার সনদে আম্মার ইবনু যুরাবী নামে মাতরূক ও মিথুক রাবী আছে। উল্লেখ্য যেরাসূল (সা.)-এর শেষ কথা ছিল সালাত ও নারী জাতি সম্পর্কে- উক্ত মর্মে যে হাদীছ ইবনু মাজাহতে এসেছে তা ছহীহ।

 

৩১৭. আবুদাউদ হা/২৭৮৫, ২/৩৮৫ পৃঃ; ফাযায়েলে আমল, পৃঃ ৮৫।

৩১৮. সিলসিলা যঈফাহ হা/২৯৪৮।

৩১৯. আল-আহাদীছিল মুখতারাহ হা/৩৫১; ফাযায়েলে আমল, পৃঃ ৯৬।

৩২০. সিলসিলা যঈফাহ হা/৫৯৯১; যঈফ আত-তারগীব ওয়াত তারহীব হা/৩০০।

৩২১. আহমাদ হা/২২১২৮; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব হা/৫৭০; সনদ হাসান, মিশকাত হা/৬১, পৃঃ ১৮।

 


পাঠকের সুবিধাথে অল্প কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।


চলবে...........


Post a Comment

أحدث أقدم

সূরা ফাতিহা

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোন সালাত আদায় করল অথচ সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত অসম্পূর্ণ রয়ে গেল।

এ কথাটি তিনি তিনবার বলেন। তখন আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হল, আমরা যখন ইমামের পিছনে থাকি? উত্তরে তিনি বললেন, তুমি চুপে চুপে পড়।

কেননা আমি রাসূল (সা.) -কে বলতে শুনেছি, আল্লাহ তা‘আলা বলেন, আমি সালাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি।

আমার বান্দার জন্য সেই অংশ যা সে চাইবে। বান্দা যখন বলে, ‘আল-হামদুলিল্লা-হি রাবিবল ‘আলামীন’ (যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক)। তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। বান্দা যখন বলে, ‘আর-রহমা-নির রহীম’ (যিনি করুণাময়, পরম দয়ালু)।

তখন আল্লাহ বলেন, বান্দা আমার গুণগান করল। বান্দা যখন বলে, ‘মা-লিকি ইয়াওমিদ্দ্বীন’ (যিনি বিচার দিবসের মালিক) তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করল। বান্দা যখন বলে, ইয়্যা-কানা‘বুদু ওয়া ইয়্যা-কানাসতাঈন (আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি)।

তখন আল্লাহ বলেন, এটা আমার ও আমার বান্দার মাঝে আধাআধি ভাগ (অর্থাৎ ইবাদত আমার জন্য আর প্রার্থনা বান্দার জন্য) এবং আমার বান্দার জন্য সেই অংশ রয়েছে, যা সে চাইবে।

যখন বান্দা বলে, ‘ইহদিনাছ ছিরাত্বাল মুস্তাক্বীম, ছিরা-ত্বল্লাযীনা আন‘আমতা ‘আলায়হিম, গয়রিল মাগযূবি ‘আলায়হিম ওয়ালায য-ল্লীন (আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন।

তাদের পথ যাদের উপর আপনি রহম করেছেন। তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট)। তখন আল্লাহ বলেন, আমার বান্দা যা চেয়েছে তা তার জন্য’। (আমীন)।

দশটি সূরা এবং তার উচ্চারণ ও অনুবাদ

() সূরা নাস


قُلْ أَعُوْذُ بِرَبِّ النَّاسِ () مَلِكِ النَّاسِ () إِلهِ النَّاسِ () مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ () اَلَّذِيْ يُوَسْوِسُ فِي صُدُوْرِ النَّاسِ ()مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ()

উচ্চারণ:- ক্বুল আঊযু বিরব্বিন্না-স। মালিকিন্না-স। ইলা-হিন্না-স। মিন্শার্রিল অসওয়া-সিল খান্না-স। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদূরিন্না-স। মিনাল জিন্নাতি অন্না-

অর্থ:- তুমি বল, আমি আশ্রয় প্রার্থনা করছি, মানুষের প্রতিপালক, মানুষের অধীশ্বর, মানুষের উপাস্যের কাছে- তার কুমন্ত্রণার অনিষ্ট হতে, যে সুযোগমত আসে (কুমন্ত্রণা দিয়ে) সরে পড়ে। যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে, জিন মানুষের মধ্য হতে

() সূরা ফালাক্ব


قُلْ أَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ () مِنْ شَرِّ مَا خَلَقَ () وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ () وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ () وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَاحَسَدَ ()

উচ্চারণ:- ক্বুল আঊযু বিরব্বিল ফালাক্ব। মিন শার্রি মা খালাক্ব। অমিন শার্রি গা-সিক্বিন ইযা অক্বাব। অমিন শার্রিন্নাফ্ফা-ষা-তি ফিল উক্বাদ। অমিন শার্রিহা-সিদিন ইযাহাসাদ

অর্থ:- তুমি বল, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার প্রভুর নিকট। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। এবং রাতের অনিষ্ট হতে যখন তা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়। এবং গ্রন্থিতে ফুত্কারিণী (যাদুকরী)দের অনিষ্ট হতে। এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে

() সূরা ইখলাস


قُلْ هُوَ اللهُ أَحَدٌ () اَللهُ الصَّمَدُ () لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ () وَلَمْ يَكُنْ لَّهُ كُفُواً أَحَدٌ ()

উচ্চারণ:- ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। আল্লা-হুস সামাদ। লাম য়্যালিদ, অলাম ইউলাদ। অলাম য়্যাকুল্লাহু কুফুওয়ান আহাদ

অর্থ:- বল, তিনি আল্লাহ একক। আল্লাহ ভরসাস্থল। তিনি জনক নন এবং জাতকও নন। আর তাঁর সমকক্ষ কেউই নেই

() সূরা লাহাব


تَبَّتْ يَدَا أَبِيْ لَهَبٍ وَّتَبَّ () مَا أَغْنى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ () سَيَصْلى نَاراً ذَاتَ لَهَبٍ () وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ () فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ ()

উচ্চারণ:- তাব্বাৎ য়্যাদা আবী লাহাবিঁউঅতাব্ব মা আগনা আনহু মা-লুহু অমা কাসাব। সায়্যাস্বলা না-রান যা-তা লাহাব। অমরাআতুহুহাম্মা-লাতালহাত্বাব। ফী জীদিহাহাবলুম মিম মাসাদ

অর্থ:- ধ্বংস হোক আবূ লাহাবের দুইহাত এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন-সম্পদ উপর্জিত বস্তু তার কোন উপকারে আসবে না। সে প্রবেশ করবে লেলিহান শিখাবিশিষ্ট অগ্নিকুন্ডে। আর তার স্ত্রীও -যে কাঠের বোঝা বহনকারিণী। ওর গলদেশে খেজুর চোকার রশি হবে

() সূরা নাস্বর


إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ () وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِيْ دِيْنِ اللهِ أَفْوَاجاً () فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُإِنَّهُ كَانَ تَوَّاباً ()

উচ্চারণ:- ইযা জা- নাস্বরুল্লা-হি অল ফাতহ। অরাআইতান্না-সা ইয়্যাদখুলুনা ফী দীনিল্লা-হি আফওয়াজা। ফাসাব্বিহ্বিহামদি রাব্বিকা অস্তাগফিরহু; ইন্নাহু কা-না তাউওয়া-বা

অর্থ:- যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়। তুমি দেখবে মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে। তখন তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা কর এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় তিনি ক্ষমাশীল

() সূরা কা-ফিরুন


قُلْ يَا أَيُّهَا الْكَافِرُوْنَ () لاَ أَعْبُدُ مَا تَعْبُدُوْنَ () وَلاَ أَنْتُمْ عَابِدُوْنَ مَا أَعْبُدُ () وَلاَ أَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْ () وَلاَ أَنْتُمْ عَابِدُوْنَ مَا أَعْبُدُ () لَكُمْ دِيْنُكُمْ وَلِيَ دِيْنِ ()

উচ্চারণ:- ক্বুল ইয়া আই য়ুহাল কা-ফিরুন। লা- বুদু মা- তাবুদূন। অলা- আন্তুম ’-বিদূনা মা- বুদ। অলা- আনা ’-বিদুম মা বাত্তুম। অলা- আন্তুম ’-বিদূনা মা- বুদ। লাকুম দীনুকুম অলিয়া দীন

অর্থ:- বল, হে কাফের দল! আমি তার উপাসনা করি না, যার উপাসনা তোমরা কর। তোমরাও তাঁর উপাসক নও, যাঁর উপাসনা আমি করি। আমি তার উপাসক হ্ না, যার উপাসনা তোমরা কর। আর তোমরাও তাঁর উপাসক নও, যাঁর উপাসনা আমি করি। তোমাদের ধর্ম তোমাদের এবং আমার ধর্ম আমার (কাছে প্রিয়)

() সূরা কাউষার


إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ () فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ () إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ ()

উচ্চারণ:- ইন্না- ত্বাইনা-কাল কাউষার। ফাস্বাল্লি লিরব্বিকা অন্হার। ইন্না- শা-নিআকা হুওয়াল আবতার

অর্থ:- নিঃসন্দেহে আমি তোমাকে কাউসার (হাওয) দান করেছি। সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায পড় এবং কুরবানী কর। নিশ্চয় তোমার শত্রুই হল নির্বংশ

() সূরা ক্বুরাইশ


لإِيْلاَفِ قُرَيْشٍ () إِيْلاَفِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ () فَلْيَعْبُدُوْا رَبَّ هذَا الْبَيْتِ () اَلَّذِيْ أَطْعَمَهُمْ مِنْجُوْعٍ وَّآمَنَهُمْ مِّنْ خَوْفٍ ()

উচ্চারণ:- লিঈলা-ফি ক্বুরাইশ্ঈলা-ফিহিম রিহ্লাতাশ শিতা- অস্স্বাইফ্ফাল য়্যাবুদু রব্বাহা-যাল বাইত্ আল্লাযী আত্বআমাহুম মিন জু অআ-মানাহুম মিন খাঊফ

অর্থ:- যেহেতু কুরাইশের জন্য শীত গ্রীষ্মের সফরকে তাদের স্বভাব সুলভ করা হয়েছে, সেহেতু ওরা উপাসনা করুক এই গৃহের রক্ষকের। যিনি ক্ষুধায় ওদেরকে আহার দিয়েছেন এবং ভীতি হতে নিরাপদ করেছেন

() সূরা ফীল


أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيْلِ () أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِيْ تَضْلِيْلٍ () وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْراً أَبَابِيْلَ () تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍ () فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُوْلٍ ()

উচ্চারণ:- আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআস্বহা-বিল ফীল। আলাম য়্যাজ্আল কাইদাহুম ফী তায্বলীল। অআরসালা আলাইহিম ত্বাইরান আবা-বিল। তারমীহিম বিহিজারাতিম মিন সিজ্জীল। ফাজাআলাহুম কাআস্বফিম মাকূল

অর্থ:- তুমি কি দেখ নি, তোমার প্রতিপালক হ্স্তীবাহিনীর সঙ্গে কি করেছিলেন? তিনি কি ওদের কৌশলকে ব্যর্থ করে দেন নি? তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। যারা ওদের উপর নিক্ষেপ করে কঙ্কর। অতঃপর তিনি ওদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন

(১০) সূরা আসর


وَالْعَصْرِ () إِنَّ الإِنْسَانَ لَفِيْ خُسْرٍ () إِلاَّ الَّذِيْنَ آمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ()

উচ্চারণ:- অল আসর। ইন্নাল ইনসা-না লাফী খু সর। ইল্লাল্লাযীনা -মানূ অআমিলুস স্বা-লিহা-তি অতাওয়াস্বাউবিলহাক্বি অতাওয়াস্বাউবিসস্বাবর

অর্থ:- মহাকালের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। তবে তারা নয়, যারা ঈমান এনে সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্য ধৈর্যের উপদেশ দিয়েছে