বিসমিল্লাহির রহমানির
রহিম
মসজিদ সমূহ
(১৫) মসজিদে বিদআতী কর্মকান্ড সংঘটিত হওয়া :
আল্লাহর ঘর মসজিদে বিদ'আতী কর্মকান্ড সংঘটিত হওয়া জঘন্য অপরাধ। অনেক মসজিদে শিরক ও বিদআত মিশ্রিত প্রচারপত্র ও লিফলেট ও দামী তাসবীহ ঝুলতে দেখা যায়।
অথচ ছাহাবায়ে কেরাম মসজিদে বিদআতী কর্মকান্ড
হওয়াকে গুরুতর অপরাধ মনে করতেন।
মুজাহিদ (রাঃ) বলেন, আমি একদা ইবনু ওমর (রাঃ)-এর সাথে ছিলাম।যহোর কিংবা আছরের আযানের পর জনৈক ব্যক্তি মানুষকে ডাকাডাকি করছে।
তখন ইবনু ওমর (রাঃ) বলেন, তোমরা আমাকে এই মসজিদ থেকে বের করে নাও। কারণ এটা বিদআত।বিদআতের ঘৃণায় তিনি উক্ত মসজিদে সালাত আদায় না করে বেরিয়ে আসেন।
বর্তমানে মসজিদগুলোতে সকাল-সন্ধ্যায় বিদ'আতী যিকিরের মজলিস বসানো
হচ্ছে, গোল হয়ে বসে মিথ্যা ও বানোয়াট
কাহিনী বর্ণনা করা হচ্ছে,
তাসবীহ দানা দ্বারা
তাসবীহ জপা হচ্ছে,
প্রচলিত মুনাজাতের নামে
রমরমা ব্যবসা চলছে। অথচ শরী'আত বিরোধী কর্মকারে বিরদ্ধে ছাহাবীগণ ছিলেন খড়গহন্দু।
ছালত ইবনু বুহরাম (রাঃ) বলেন, ইবনু মাসউদ (রাঃ) এক মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন। তার কাছে দানা ছিল তা দ্বারা সেই মহিলা তাসবীহ গণনা করছিল।
ইবনু মাসউদ (রাঃ) সেগুলো কেড়ে নিলেন এবং দূরে নিক্ষেপ করলেন।
মসজিদ
কমিটিকে শরী'আত বিরোধী উক্ত
কার্যক্রমের বিরদ্ধে সোচ্চার হতে হবে। কারণ তারা বিদআতীকে আশ্রয় দিলে তাদেরও কোন
ফরয কিংবা নফল ইবাদত কবুল হবে না।
৪৫৫.
ছহীহ আবুদাঊদ হা/৫৩৮,
১/৭৯ পৃঃ, সনদ হাসান।
৪৫৬.
দারেমী, সিলসিলা ছহীহাহ হা/২০০৫, সনদ ছহীহ।
৪৫৭.
ইবনু ওয়াযযাহ,
আল-বিদউ, পৃঃ ২৩, হা/২১; সিলসিলা যঈফাহ হা/৪৩-এর
আলােচনা দ্রঃ, সনদ ছহীহ।
পাঠকের সুবিধাথে অল্প
কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Thank you sarkarinokari all india
ReplyDeletePost a Comment