বিসমিল্লাহির রহমানির
রহিম
মসজিদ সমূহ
(৮) মসজিদে প্রবেশ করে সরাসরি বসে পড়া :
এই অভ্যাস সুন্নাতের সরাসরি বিরোধী এবং মসজিদের মর্যাদা ক্ষুন্ন করার শামিল। রাসূল (সা.) এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন।
আবু কাতাদা সুলামী থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন বসার পূর্বে দুই রাকআত সালাত আদায় করে।
আবু কাতাদা (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, “যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে, যতক্ষণ দুই রাকআত সালাত পড়বে।
মসজিদে প্রবেশ করে দুই রাকআত সালাত আদায় করা কত গুরত্বপূর্ণ
নিম্নের হাদীছটি লক্ষণীয় :
আবু কাতাদা (রাঃ) বলেন, আমি একদা মসজিদের প্রবেশ করলাম। তখন রাসূল (সা.)লোকদের মাঝে বসেছিলেন। আমি গিয়ে বসে গেলাম।
রাসূল (সা.) আমাকে বললেন, বসার আগে দুই রাকআত সালাত আদায় করতে তোমাকে কিসে বাধা দিল?
আমি বললাম,
আপনাকে এবং লোকদের বসে
থাকতে দেখলাম তাই। তখন তিনি বললেন, তোমাদের কেউ যখন মসজিদে
প্রবেশ করবে তখন যেন দুই রাকআত সালাত আদায় না করা পযন্ত না বসে।
এমনকি
জুম'আর দিনে খুত্বা
অবস্থায় যদি কেউ মসজিদে প্রবেশ করে তবুও তাকে দুই রাকআত সালাত আদায় করে বসতে
হবে।
জাবের (রাঃ) বলেন, নবী করীম (সা.) জুম'আর দিনে খুৎবা দিচ্ছিলেন এমতাবস্থায় জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে।
তখন রাসূল (সা.) তাকে বললেন, তুমি কি সালাত আদায় করেছ? সে বলল, না। তখন তিনি বললেন, তুমি দাঁড়াও দুই রাকআত
সালাত আদায় কর।
৪৩৫.
ছহীহ বুখারী হা/৪৪৪,
১/৬৩ পৃঃ, (ইফাবা হা/৪৩১, ১/২৪৪ পৃঃ), সালাত’
অধ্যায়, কেউ যখন মসজিদে প্রবেশ
করবে তখন দুই রাকআত ছালাত আদায় করবে’ অনুচ্ছেদ; ছহীহ মুসলিম হা/১৬৮৭; মিশকাত হা/৭০৪, পৃঃ ৬৮; বঙ্গানুবাদ মিশকাত হা/৬৫২, ২/২১৭ পৃঃ, মসজিদ সমূহ’ অনুচ্ছেদ।
৪৩৬.
ছহীহ বুখারী হা/১১৬৩,
১/১৫৬ পৃঃ, ‘তাহাজ্জুদ’ অধ্যায়, রাত্রির ছালাত দুই দুই | রাকআত’ অনুচ্ছেদ-২৫।
৪৩৭.
ছহীহ মুসলিম হা/১৬৮৮,
১/২৪৮ পৃঃ, (ইফাবা হা/১৫২৫), ‘মুসাফিরের ছালাত
অধ্যায়,
অনুচ্ছেদ-১১।
পাঠকের সুবিধাথে অল্প
কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
إرسال تعليق