বিসমিল্লাহির রহমানির
রহিম
আযান ও ইক্বামত
(৬) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ শুনে শাহাদাত আঙ্গুলে চুম্বন করা ও চোখে
মাসাহ করা :
উক্ত আমল শরী‘আত সম্মত নয়। কারণ এর পক্ষে কোন ছহীহ হাদীছ নেই। যে
বর্ণনাগুলো এসেছে, তা জাল বা মিথ্যা।
যেমন-
খিযির (আঃ) বলেন, মুয়াযযিন যখন ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বলবে, তখন যে
ব্যক্তি বলবে, আমার প্রিয় ব্যক্তিকে স্বাগত, মুহাম্মাদ বিন আব্দুল্লাহর কারণে আমার চক্ষু
শীতল হয়েছে, অতঃপর তার দুই হাতের বৃদ্ধা আংগুলে চুম্বন করবে ও দুই চোখ মাসাহ
করবে, সে কখনো অন্ধ হবে
না এবং তার চোখও ওঠবে না।
তাহক্বীক্ব :
বানোয়াট ও ভিত্তিহীন বর্ণনা। এর কোন সনদই নেই।
আবুবকর (রাঃ) হতে বর্ণিত, তিনি যখন মুয়াযযিনের ‘আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ’ বলা শুনতেন, তখন তিনি অনুরূপ বলতেন। অতঃপর দুই শাহাদাত আঙ্গুলের পেটে
চুম্বন করতেন এবং দুই চোখ মাসাহ করতেন।
তখন রাসূল (সা.) বলেন, আমার বন্ধু যা করল তা যদি কেউ করে, তবে আমার
শাফা‘আত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।
তাহক্বীক্ব :
এটি ডাহা মিথ্যা বর্ণনা। এর কোন সনদ নেই।
৫৭০. ইরওয়াউল গালীল ১ম
খন্ড, পৃঃ ২৫৯, হা/২৪১ এর আলোচনা
দ্রঃ-
৫৭১. ইসমাঈল বিন মুহাম্মাদ
আল-জার্রাহী, কাশফুল খাফা ২/২০৬ পৃঃ; তাযকিরাতুল মাওযূ‘আত, পৃঃ ৩৪।
৫৭২. আল-মাক্বাছিদুল হাসানাহ, পৃঃ ৬০৫; আল-ফাওয়াইদুল মাজমূ‘আহ ফিল আহাদীছিল মাওযূ‘আহ, পৃঃ ২০।
পাঠকের সুবিধাথে অল্প
কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Globelinfo4u
ReplyDeletePost a Comment