বিসমিল্লাহির রহমানির
রহিম
জামা‘আত ও ইমামতি
(৪) সালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে সালাত আদায় করা :
সমাজের অধিকাংশ মানুষই টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরে থাকে। এই নোংরা স্বভাবের
বিরুদ্ধে হাদীছে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও কোন গুরুত্ব নেই।
যারা মুছল্লী তারা শুধু সালাতের সময় টাখনুর উপরে কাপড় রাখার চেষ্টা করে। অথচ
এটা এক ধরনের প্রতারণা।
কারণ সর্বাবস্থায় টাখনুর নীচে কাপড় পরিধান করা নিষিদ্ধ। এটি গর্হিত অন্যায়। অন্যত্র
এসেছে, যে ব্যক্তি টাখনুর নীচে কাপড় পরবে, ক্বিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা
বলবেন না, তার দিকে তাকাবেন না এবং তাকে পবিত্র করবেন না; বরং তার জন্য রয়েছে
জাহান্নামের কঠিন শাস্তি।
বিশেষ করে সালাত
সম্পর্কে অন্য হাদীছে এসেছে,
ইবনু মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি সালাতের
মধ্যে টাখনুর নীচে কাপড় পরে, সে হালালের মধ্যে আছে, না হারামের মধ্যে আছে তা
আল্লাহর যায় আসে না’।
উক্ত হাদীছে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে সালাত আদায়কারী মুছল্লীর জন্য সতর্কবাণী
উচ্চারিত হয়েছে।
উল্লেখ্য যে, জামা বা জামার হাতা গুটিয়ে ও বোতাম খুলে সালাত আদায় করা উচিৎ নয়;
বরং স্বাভাবিক রাখতে হবে।
৬২৭. ইবনু তায়মিয়াহ, হিজাবুল মারআহ ওয়া লিবাসুহা ফিছ ছালাহ, পৃঃ ৩; দুরূসুন লিশ
শায়খিল আলবানী, পৃঃ ২৫; তামামুল মিন্নাহ, পৃঃ ১৬৪।
৬২৮. আলবানী, ছিফাতু ছালাতিন নাবী, পৃঃ ১/১৬৬ পৃঃ-
৬২৯. সিলসিলা যঈফাহ হা/২৫৩৮-এর শেষ আলোচনা দ্রঃ
৬৩০. সিলসিলা ছহীহাহ হা/১৩৬৯।
৬৩১. বুখারী হা/৫৮০৭, ২/৮৬৪ পৃঃ, ‘পোষাক’ অধ্যায়, অনুচ্ছেদ-১৬, (ইফাবা হা/৫৩৯১,
৯/৩২২ পৃঃ)।
৬৩২. মুসলিম হা/২১৭৭, ১/৩০১ পৃঃ, ‘জানাযা’ অধ্যায়, ‘রোগীর সেবা’ অনুচ্ছেদ-৭, (ইফাবা
হা/২০০৭)।
৬৩৩. মুসলিম হা/৩০৬, ১/৭১ পৃঃ; মিশকাত হা/২৭৯৫; আবুদাঊদ, সনদ ছহীহ, মিশকাত
হা/৪৩৩২।
পাঠকের সুবিধাথে অল্প কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Post a Comment