বিসমিল্লাহির রহমানির
রহিম
সালাতের সময়
(৪) মাগরিবের ওয়াক্ত :
মাগরিবের সালাতের ওয়াক্ত সম্পর্কেও কিছু যঈফ ও জাল হাদীছ বর্ণিত হয়েছে।
যেমন-
১) রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মাগরিবের প্রথম সময় হল যখন সূর্য ডুবে যায়। আর
শেষ সময় যখন শাফাক্ব ডুবে যায়।
তাহক্বীক্ব :
বর্ণনাটি জাল। ইবনু হাজার আসক্বালানী বলেন, ‘আমি এরূপ বর্ণনা পাইনি’। আল্লামা
যায়লাঈ বলেন, ‘এটি গরীব। অর্থাৎ ভিত্তিহীন।
(২) রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করা হয়েছে যে, মাগরিবের শেষ সময় হল, দিগন্তে
যখন কালো রেখা দেখা যাবে।
তাহক্বীক্ব :
বর্ণনাটি জাল। ইবনু হাজার আসক্বালানী বলেন, ‘আমি এরূপ বর্ণনা পাইনি’।
(৩) ইবনু ওমর (রাঃ) বলেন, শাফাক্ব হল, লালিমা। যখন লালিমা দূরীভূত হবে তখন
সালাত ওয়াজিব হবে।
তাহক্বীক্ব :
বর্ণনাটি যঈফ। এর সনদে আতীক্ব ইবনু ইয়াকুব নামে ত্রুটিপূর্ণ রাবী আছে। তাছাড়া উক্ত
বর্ণনা এশার সালাতের জন্য প্রযোজ্য, মাগরিবের জন্য নয়।
মূলতঃ লালিমা দূর হওয়ার পর মাগরিবের ওয়াক্ত থাকে না। কিন্তু উক্ত বর্ণনাগুলোতে
দাবী করা হয়েছে।
(৪) ইবনু ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, শাফাক্ব হল লালিমা।
তাহক্বীক্ব :
বর্ণনাটি যঈফ।
মাগরিব সালাতের সঠিক সময় :
সূর্য ডুবার পরেই মাগরিবের সালাতের সময় শুরু হয়। আর সূর্যের
লালিমা থাকা পর্যন্ত এর সময় অবশিষ্ট থাকে।
৫২৬. আহমাদ হা/১৫১৯৫; বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/১৭৪; সনদ হাসান, মিশকাত হা/১৭৭ ও ১৯৪, পৃঃ ৩০ ও ৩২, ‘কিতাব ও সুন্নাহকে অাঁকড়ে ধরা’ অনুচ্ছেদ; ইরওয়াউল গালীল হা/১৫৮৯, ৬/৩৪ পৃঃ।
৫২৭. যায়লাঈ ১/২৩০।
৫২৮. তানক্বীহ, পৃঃ ২৬৭।
৫২৯. আদ-দিরায়াহ ১/১০২।
৫৩০. নাছবুর রায়াহ ১/২৩৪ পৃঃ; ইবনু হাজার আদ-দিরায়াহ ১/১০৩।
৫৩১. তানকীহুল কালাম, পৃঃ ২৬৭।
৫৩২. আদ-দিরায়াহ ১/১০৩ পৃঃ।
৫৩৩. বায়হাক্বী হা/১৮১৬; দারাকুৎনী ১/২৬৯।
পাঠকের সুবিধাথে অল্প কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Post a Comment