বিসমিল্লাহির রহমানির
রহিম
সালাতের সময়
এশার সালাতের সঠিক সময় :
মাগরিবের সালাতের সময়ের পর থেকে এশার ওয়াক্ত শুরু হয় এবং মধ্য রাত পর্যন্ত থাকে। সমাস্যজনিত কারণে ফজরের পূর্ব পর্যন্ত পড়া যাবে।
তবে রাসূল (সা.) এশার সালাত দেরী করে পড়াকে উত্তম মনে করতেন। তাই মাগরিবের পরপরই এশার সালাত পড়া উচিৎ নয়, যা এদেশে চালু আছে।
আব্দুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, যখন সূর্য ঢলে যায়, তখন যোহরের সময় শুরু হয়।
কোন ব্যক্তির ছায়া তার দৈর্ঘ্যের সমপরিমাণ হওয়া পর্যন্ত উক্ত সময় থাকে। অর্থাৎ আছরের সময় উপস্থিত না হওয়া পর্যন্ত।
আছরের সময় বস্ত্তর মূল ছায়ার সমপরিমাণ হওয়া থেকে সূর্য হলুদ হওয়া পর্যন্ত। মাগরিবের সময় (সূর্যাস্ত হতে) লালিমা দূর হওয়া পর্যন্ত।
আর এশার সময় রাত্রির মধ্য ভাগ পর্যন্ত। আর ফজর সালাতের সময় ঊষার উদয় হতে সূর্যোদয় পর্যন্ত।
যখন সূর্য উঠবে, তখন সালাত থেকে বিরত থাকবে। কারণ সূর্যোদয় হয় শয়তানের দুই শিংয়ের মধ্য দিয়ে।
আয়েশা (রাঃ) বলেন, নবী (সা.) একদা রাত্রির অর্ধেক পর্যন্ত সালাত দেরী করলেন। এমনকি মসজিদের মুছল্লীরা তন্দ্রাচ্ছন্ন হল।
অতঃপর তিনি বের হয়ে সালাত আদায় করেন। তারপর বললেন, আমি যদি আমার উম্মতের উপর ভারী না মনে
করতাম, তবে এই সময়টাই
এশার সালাতের সময় হত।
৫৩৪. সিলসিলা যঈফাহ হা/৩৭৫৯।
৫৩৫. দারাকুৎনী ১/২৬১; বায়হাক্বী ১/৩৭৩।
৫৩৬. সিলসিলা যঈফাহ হা/৩৭৫৯-এর ব্যাখ্যা দ্রঃ; তানক্বীহ, পৃঃ ২৬৬।
৫৩৭. ছহীহ মুসলিম হা/১৪১৯, ১/২২৩ পৃঃ, (ইফাবা হা/১২৬২); মিশকাত হা/৫৮১; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৩৪, ২/১৬৭ পৃঃ, ‘ছালাত’ অধ্যায়, ‘ওয়াক্ত সমূহ’ অনুচ্ছেদ।
৫৩৮. নাছবুর রাইয়াহ ১/১৩৪।
৫৩৯. সিলসিলা যঈফাহ হা/৬৫৬১, ১৪/১৩৮ পৃঃ; তানক্বীহ, পৃঃ ২৬৭।
৫৪০. ঐ, ফাৎহুল ক্বাদীর ১/১৯৬ পৃঃ।
৫৪১. নাছবুর রাইয়াহ ১/২৩৪।
৫৪২. আদ-দিরায়াহ ১/১০৩।
৫৪৩. তাহাবী হা/৮৫৯-এর ব্যাখ্যা দ্রঃ; তুহফাতুল আহওয়াযী ১/৪৩০ পৃঃ।
৫৪৪. ছহীহ মুসলিম হা/১৪১৯, ১/২২২ পৃঃ; মিশকাত হা/৫৮১; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৩৪, ২/১৬৭ পৃঃ।
৫৪৫. তিরমিযী হা/১৫১, ১/৩৯ পৃঃ; আহমাদ ২/২৩২; তাহাবী ১/১৪৯-১৫০।
৫৪৬. তিরমিযী
হা/১৫১, ১/৩৯ পৃঃ।
৫৪৭. ছহীহ মুসলিম হা/১৪১৯, ১/২২২, (ইফাবা হা/১২৬২); মিশকাত হা/৫৮১; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৩৪, ২/১৬৭ পৃঃ।
৫৪৮. ছহীহ মুসলিম
হা/১৪৭৭, ১/২২৯ পৃঃ, (ইফাবা হা/১৩১৮)।
পাঠকের সুবিধাথে অল্প কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
إرسال تعليق