বিসমিল্লাহির রহমানির
রহিম
মসজিদ সমূহ
(৯) সর্বদা মসজিদে নির্দিষ্ট স্থানে সালাত আদায় করা :
অনেকের মাঝে এই অভ্যাস পরিলক্ষিত হয়।এটা ইসলামে নিষিদ্ধ।আব্দুর রহমান ইবনু শিবল বলেন, রাসূল (সা.) তিনটি বিষয়ে নিষেধ করেছেন :
(১) সালাতের মধ্যে কাকের মত
ঠোকাতে
(২)
চতুষ্পদ জন্তুর মত হাত বিছিয়ে দিতে এবং
(৩)সালাত
আদায়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে, যেমন উট তার স্থান
নির্ধারণ করে।
মুসুল্লি ফরয সালাত যেখানে আদায় করবে, সেখান থেকে ডানে বা বামে, সামনে বা পিছনে সরে গিয়ে সুন্নাত সালাত আদায় করার নির্দেশ হাদীছে এসেছে।
এমনকি ইমামকেও তার স্থানে সুন্নাত পড়তে নিষেধ করা হয়েছে।
(১০) বেশী নেকীর আশায় বড় মসজিদে গমন করা :
অনেকে বাড়ীর পার্শ্বে ছোট মসজিদ রেখে বেশী নেকীর আশায় বড় মসজিদে গমন করেন। এটি শরীআত বিরোধী আক্বীদা।
এই আক্বীদা সঠিক হলে বড় মসজিদ ছাড়া ছোট মসজিদ তৈরি করা নাজায়েয হয়ে যেত। উল্লেখ্য, ওয়াক্তিয়া মসজিদের চেয়ে জুম'আ মসজিদে সালাত আদায় করলে ৫০০ গুণ নেকী বেশী হবে মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা ছহীহ নয়, যা পূর্বে আলোচিত হয়েছে।
তাই তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে বেশী নেকীর আশায় যাওয়া যাবে না।
মসজিদে হারাম,
মসজিদে নববী ও মসজিদে
আকৃছা।
৪৩৮.
ছহীহ বুখারী হা/৯৩০ ও ৯৩১,
১/১২৭ পৃঃ, (ইফাবা হা/৮৮৩ ও ৮৮৪, ২/১৯০ ও ১৯১ পৃঃ), ‘জুম'আর ছালাত অধ্যায়, অনুচ্ছেদ-৩২; ছহীহ মুসলিম হা/২০৫৫ ও ২০৫৬, ১/২৮৭ পৃঃ, ‘জুম'আ অধ্যায়, অনুচ্ছেদ-১৫।
৪৩৯.
ছহীহ ইবনে মাজাহ হা/১৪২৯,
পঃ ১০৩; আবুদাউদ হা/৮৬২।
৪৪০.
ইবনু মাজাহ হা/১৪২৭,
পৃঃ ১০৩; আবুদাউদ হা/১০০৬, ১/১৪৪ পৃঃ, ‘ছালাত’
অধ্যায়, সুন্নাত ছালাত ফরয
ছালাতের স্থান থেকে সরে গিয়ে পড়া’ অনুচ্ছেদ।।
পাঠকের সুবিধাথে অল্প
কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Post a Comment