বিসমিল্লাহির রহমানির
রহিম
মসজিদ সমূহ
(১১) লাল বাতি জ্বললে সুন্নাতের নিয়ত করবেন না :
উক্ত সতর্কতা মুসুল্লিকে সালাত ও তার নেকী থেকে বঞ্চিত করেছে। কারণ সুন্নাত সালাত আদায়কালীন যদি ইক্বামত হয়ে যায় তাহলে হাদীছের নির্দেশ, সে সালাত ছেড়ে দিবে এবং ফরয সালাতে শরীক হতে হবে। এতে করে সে উক্ত সালাতের পূর্ণ নেকী পেয়ে যাবে।
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি একটি ভাল কাজ করার ইচ্ছা করল কিন্তু তা করল না, তার জন্য একটি নেকী লিপিবদ্ধ করা হল।
কিন্তু যে ব্যক্তি একটি ভাল কাজ করার
ইচ্ছা করল এবং তা করে ফেলল তার জন্য দশ থেকে সাতশ’ গুণ নেকী লিপিবদ্ধ করা হল
উলেখ্য যে, লাল বাতির গুরত্ব কিন্তু ফজরের দুই রাকআত সুন্নাতের সময় থাকে না। কারণ বহু মসজিদে ফজরের জামাআত চললেও আগে সুন্নাত পড়তে দেখা যায়।
অথচ হাদীছের নির্দেশ হল, সালাতের ইক্বামত হয়ে
গেলে আর কোন সালাত চলবে না। ফরয সালাতে অংশগ্রহণ করতে হবে।
আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সা.) বলেছেন, যখন সালাতের ইক্বামত দেওয়া হবে তখন ফরয সালাত ছাড়া অন্য কোন সালাত নেই।
ভ্রাড় ধারণা আছে
যে, ফজরের সালাতের পরে
সুন্নাত পড়া যাবে। অথচ কেউ পূর্বে সুন্নাত পড়তে না পারলে সালাতের
পরেই পড়ে নিতে পারবে মর্মে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে।
৪৪১.
আবুদাউদ হা/৬১৬,
১/৯১; ইবনু মাজাহ হা/১৪২৮, পৃঃ ১০৩।
৪৪২.
ইবনু মাজাহ হা/১৪১৩,
পৃঃ ১০২; মিশকাত হা/৭৫২, পৃঃ ৭২; বঙ্গানুবাদ মিশকাত
হা/৬৯৬, ২/২৩৫ পৃঃ; আলবানী, আছ-ছামারল মুত্বব, পৃঃ ৫৮০।
৪৪৩.
ছহীহ বুখারী হা/১১৮৯,
১/১৫৮ পৃঃ, (ইফাবা হা/১১১৬, ২/৩২৭ পৃঃ); মিশকাত হা/৬৯৩, পৃঃ ৬৮; বঙ্গানুবাদ মিশকাত
হা/৬৪১, ২/২১৪ পৃঃ।।
৪৪৪.
ছহীহ মুসলিম হা/৩৫৪ ও ৩৫৫,
‘ঈমান অধ্যায়, অনুচ্ছেদ-৬১; ছহীহ বুখারী হা/৬৪৯১, ‘রিকৃাকৃ’ অধ্যায়, অনুচ্ছেদ-৩১; মিশকাত হা/২৩৭৪।
পাঠকের সুবিধাথে অল্প কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Post a Comment