বিসমিল্লাহির রহমানির
রহিম
মসজিদ সমূহ
(৬) ইট-বালি-সিমেন্ট ও টাইলস দ্বারা মিম্বর তৈরি করা ও তিন স্তরের বেশী স্তর বানানো :
অধিকাংশ মসজিদে মূল্যবান পাথর বা টাইলস দ্বারা মিম্বার তৈরি করা হয়েছে। অথচ সুন্নাত হল কাঠ দ্বারা মিম্বার তৈরী করা এবং মিম্বারের তিনটি স্তর হওয়া। যেমন হাদীছে এসেছে, ।
‘রাসূল(সা.) জনৈক আনছারী মহিলার নিকট লোক পাঠান। তার নাম সাহল। এই মর্মে যে, তুমি তোমার কাঠমিস্ত্রী গোলামকে নির্দেশ দাও। সে যেন আমার জন্য একটি কাঠের আসন তৈরি করে।
যার উপর বসে আমি জনগণের সাথে কথা বলব। ঐ মহিলা তার গোলামকে উক্ত মর্মে নির্দেশ দিলে সে গাবার ঝাউ কাঠ দিয়ে তা তৈরি করে নিয়ে আসে।
অতঃপর মহিলা তা রাসূল (সা.)-এর নিকট পাঠিয়ে দেয়। রাসূল (সা.) তাকে এই
স্থানে স্থাপন করার নির্দেশ দেন।
উক্ত হাদীছ ইবনু খুযায়মাতে ছহীহ সনদে এসেছে, অতঃপর সে গাবার ঝাউ গাছ থেকে তিন স্তর বিশিষ্ট মিম্বর তৈরি করেছিল।
ত্বাবারাণীতে
এসেছে, তিন স্তর বিশিষ্ট করার
জন্য রাসূল ((সা.)-ই নির্দেশ দিয়েছিলেন। এছাড়া রাসূল (সা.) একদা মিম্বরের তিন
স্তরে উঠে তিনবার
‘আমীন' বলেছিলেন মর্মেও ছহীহ
হাদীছ বর্ণিত হয়েছে।
অতএব মিম্বর তিন স্তরের বেশী করা সুন্নাতের বরখেলাফ।অনুরূপ ইট, পাথর ও টাইলস দ্বারা তৈরি মিম্বারও সুন্নাতের পরিপন্থী।
রাসূল (সা.) কাঠ দ্বারা মিম্বার তৈরি করার জন্য বলেছিলেন। ইমাম বুখারীও সেদিকে ইঙ্গিত দিয়েছেন।
তাই ঐ সমস্ত আধুনিক মিম্বার ত্যাগ
করে তিন স্তর বিশিষ্ট কাঠের মিম্বর তৈরি করে সুন্নাত প্রতিষ্ঠা করা উচিত।
৪২৫.
ছহীহ বুখারী হা/২৪৭৮,
১/৩৩৬ পৃঃ, ‘মাযালেম অধ্যায়; ছহীহ মুসলিম হা/৪৭২৫,
২/১০৩
পৃঃ, ‘জিহাদ’ অধ্যায়, অনুচ্ছেদ-৩২।।
৪২৬.
ছহীহ বুখারী হা/৯১৭,
১/১২৫ পৃঃ, (ইফাবা হা/৮৭১, ২/১৮৪ পৃঃ), ‘জুম'আ’
অধ্যায়, অনুচ্ছেদ-২৬; মিশকাত হা/১১১৩, পৃঃ ৯৯; বঙ্গানুবাদ মিশকাত
হা/১০৪৫,
৩/৬৫, কাতারে দাঁড়ানাে
অনুচ্ছেদ।
৪২৭.
ছহীহ ইবনু খুযায়মাহ হা/১৫২১; ইবনু মাজাহ হা/১৪১৪,
পৃঃ ১০২; মুসনাদে
আহমাদ
হা/২২৯২২;
মুদরাক হাকেম হা/৭২৫৬; সনদ ছহীহ, আলবানী, আছ
ছামারল
মুস্তাব,
পৃঃ ৪০৮।
৪২৮.
ত্বাবারাণী,
আল-মু'জামুল কাবীর হা/৫৭৪৮; সনদ ছহীহ, আলবানী, আছ
ছামারল
মুতাব, পৃঃ ৪০৮।
৪২৯.
মুদরাক হাকেম হা/৭২৫৬;
সনদ ছহীহ।।
পাঠকের সুবিধাথে অল্প
কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Post a Comment