বিসমিল্লাহির রহমানির
রহিম
মসজিদ সমূহ
(৭) পিলার বা দেওয়ালের মাঝে কাতার করা :
সমাজে বহু মসজিদ আছে এবং বর্তমানেও অনেক মসজিদ তৈরি হচ্ছে, যেগুলোতে কাতারের মাঝে পিলার দেওয়া হচ্ছে।
কোন কোন মসজিদে কাতারের মাঝে ওয়াল রয়েছে এবং অপর পার্শ্ব থেকে কাতার করা হয়। অথচ জামাআতে সালাত আদায় করার সময় কাতারের মাঝে পিলার বা ওয়াল দেওয়া নিষিদ্ধ।
মু'আবিয়াহ ইবনু কুরা তার
পিতা থেকে বর্ণনা করেন,
তিনি বলেন, রাসূল (সা.)-এর যুগে
আমাদেরকে নিষেধ করা হত আমরা যেন খুঁটির মাঝে সালাতের কাতার না করি।আলবানী (রহঃ)
বলেন,
এই হাদীছ দুই খুঁটির মাঝখানে কাতারবন্দী না হওয়ার সুস্পষ্ট দলীল। তাই ওয়াজিব হল খুঁটি থেকে সামনে কিংবা পিছনে দাঁড়ানো।
উলেখ্য যে, দুই পিলারের মাঝে দাঁড়িয়ে একাকী সালাত আদায়
করা যাবে।
৪৩০.
সিলসিলা ছহীহাহ হা/৩৩৫,
১/৩৩৪ পৃঃ।
৪৩১.
বুখারী হা/৪৪৮,
১/৬৪ পৃঃ, (ইফাবা হা/৪৩৫, ১/২৪৬ পৃঃ), ছালাত অধ্যায়,
অনুচ্ছেদ-৬৪।
৪৩২.
ইবনু মাজাহ হা/১০০২,
পৃঃ ৭০, সনদ ছহীহ; সিলসিলা ছহীহাহ হা/৩৩৫, ১/৩৩৪
পৃঃ।।
৪৩৩.
সিলসিলা ছহীহাহ হা/৩৩৫,
১/৩৩৪ পৃঃ। ৪৩৪. ছহীহ
বুখারী হা/৫০৪ ও ৫০৫,
১/৭২ পৃঃ, (ইফাবা হা/৪৮০ ও ৪৮১, ১/২৬৯ পৃঃ), “ছালাত' অধ্যায়, অনুচ্ছেদ-৯৬।
পাঠকের সুবিধাথে অল্প
কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Post a Comment