বিসমিল্লাহির রহমানির
রহিম
জামা‘আত ও ইমামতি
(৩) সালাতের সময় টুপি না পরা :
অনেক মুছল্লীকে দেখা যায় গোঁড়ামী করে টুপি পরে না। এমনকি উন্মুক্ত মাথায় সালাত
আদায় করে। এটা নিঃন্দেহে সৌন্দর্যের খেলাপ।
রাসূল (সা.) টুপি পরেছেন মর্মে কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। কারণ তিনি পাগড়ী
পরতেন। ওযূ করার সময় রাসূল (সা.) পাগড়ীর উপর মাসাহ করেছেন এবং তাতে
সালাত আদায় করেছেন বলে প্রমাণিত হয়।
তিনি খালি মাথায় সালাত আদায় করেছেন মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। হাসান
বাছরী (রহঃ) বলেন, ছাহাবীগণ প্রচন্ড গরমে পাগড়ী ও টুপির উপর সিজদা করতেন।
এতে বুঝা যায় যে তারা সালাতে টুপি বা পাগড়ী পরে সালাত আদায় করতেন। খালি
মাথায় সালাত আদায়কে অপসন্দ করতেন।
যেমন-
ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিত, একাদা তিনি তার গোলাম নাফে‘ (রাঃ)-কে খালি মাথায়
সালাত আদায় করতে দেখলেন।
অতঃপর তাকে বললেন, তুমি যদি কোন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাও
তাহলে কি তুমি খালি মাথায় তার সাথে সাক্ষাৎ করতে পারবে? তিনি বললেন, না।
তখন ইবনু ওমর (রাঃ) বললেন, আল্লাহ অধিক হক্বদার- তাঁর জন্য সৌন্দর্য বর্ধন করা’।
খালি মাথায় সালাত আদায় করা একদিকে অপসন্দনীয় কাজ,
অন্যদিকে খালি মাথায়
থাকা খৃস্টানদের নিদর্শন।
তাছাড়া সালাত হোক বা সালাতের বাইরে হোক মাথা ঢেকে রাখা মুসলিমদের জন্য
সৌন্দর্যের প্রতীক।
টুপি, পাগড়ী, রুমাল যা দিয়েই হোক। আর সালাতের মধ্যে মাথা ঢাকা সৌন্দর্যের অন্যতম।
আল্লাহ বলেন,‘তোমরা সালাতের সময় সুন্দর পোষাক পরিধান কর’ (আ‘রাফ ৩১)।
রাসূল (সা.) কখনো মাথায় বড় রুমালও ব্যবহার করেছেন। অবশ্য ছাহাবায়ে কেরাম
অনেক সময় জুতা, মোজা, টুপি, জামা ছাড়াও চলেছেন।
৬২০. সিলসিলা যঈফাহ হা/৩০৫২-এর আলোচনা দ্রঃ।
৬২১. ইমাম হায়ছামী, আহকামুল লিবাস ২/৯ পৃঃ; সিলসিলা যঈফাহ হা/৭১৮।
৬২২. সিলসিলা যঈফাহ হা/৭১৮।
৬২৩. সিলসিলা যঈফাহ হা/২৩৪৭, ১৫৯৩, ১২৯৬; সাখাবী, আল-মাক্বাছিদুল হাসানাহ,
সিলসিলা যঈফাহ হা/১৫৯৩।
৬২৪. ছহীহ মুসলিম হা/৩৩৭৫-৩৩৭৮; মিশকাত হা/১৪১০।
৬২৫. ছহীহ মুসলিম হা/৬৫৬, ১ম খন্ড, পৃঃ ১৩৪; মিশকাত হা/৫১৮; বঙ্গানুবাদ মিশকাত
হা/৪৮৩, ২/১৩০ পৃঃ-
৬২৬. বুখারী হা/৩৮৫, ১/৫৬ পৃঃ, ‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-২৩-এর আলোচনা, (ইফাবা
হা/৩৭৮-এর পূর্বের অনুচ্ছেদ, ১/২১৯ পৃঃ); এবং হা/১১৯৮, ১/১৫৯ পৃঃ, (ইফাবা হা/
১১২৪-এর পূর্বের অনুচ্ছেদ, ২/৩৩০ পৃৃৃঃ), ‘ছালাতের মধ্যে বিভিন্ন কাজ’ অধ্যায়, অনুচ্ছেদ-১-
এর আলোচনা
দ্রঃ।
পাঠকের সুবিধাথে অল্প কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
إرسال تعليق