বিসমিল্লাহির রহমানির
রহিম
সালাতের সময়
সালাতের সময় সম্পর্কে অন্যান্য যঈফ ও জাল হাদীছ :
ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, সালাতের প্রথম
ওয়াক্ত আল্লাহর সন্তুষ্টি আর শেষ ওয়াক্ত আল্লাহর ক্ষমা।
তাহক্বীক্ব :
বর্ণনাটি
জাল।এর সনদে ইয়াকুব বিন ওয়ালীদ মাদানী নামে একজন মিথ্যুক রাবী আছে।
ইবরাহীম (রাঃ) রাসূলুল্লাহ (সা.) বলেন, সালাতের প্রথম ওয়াক্ত আল্লাহর সন্তুষ্টি, মধ্যম
ওয়াক্ত আল্লাহর
রহমত এবং শেষ ওয়াক্ত আল্লাহর ক্ষমা।
তাহক্বীক্ব :
বর্ণনাটি
জাল। এর সনদে ইয়াকুব বিন ওয়ালীদ মাদানী নামে একজন মিথ্যুক রাবী আছে।
আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের গুরুত্ব :
আল্লাহ তা‘আলা সালাতের ওয়াক্ত সম্পর্কে বলেন,নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে
সালাত
ফরয করা হয়েছে’ (নিসা ১০৩)।
উম্মু ফারওয়া (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা
হয়েছিল, আমল সমূহের মধ্যে কোন্ আমল সর্বাধিক উত্তম? তিনি উত্তরে বলেন, আউয়াল
ওয়াক্তে সালাত আদায় করা।
আবু ক্বাতাদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তা‘আলা বলেছেন, আমি
আপনার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছি,
আর একটি অঙ্গীকার করেছি যে, নিশ্চয় যে ব্যক্তি সেগুলোকে ওয়াক্ত অনুযায়ী যথাযথভাবে
আদায় করে উপস্থিত হবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাব।
আর যে
সেগুলোকে সংরক্ষণ করবে না, তার জন্য আমার কোন
অঙ্গীকার নেই।
উল্লেখ্য যে, উক্ত হাদীছ উপমহাদেশীয় ছাপা আবুদাঊদে নেই।
জারীর ইবনু আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন, আমরা একদা রাসূল (সা.)-এর নিকট
উপস্থিত ছিলাম।
তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে
অচিরেই দেখতে পাবে, যেভাবে তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ।
তাঁকে দেখতে তোমাদের কোন কষ্টের সম্মুখীন হতে হবে না। সুতরাং সূর্যোদয়ের পূর্বের
সালাত ও সূর্য অস্ত যাওয়ার পূর্বের সালাতের প্রতি যত্নশীল হও।
অতঃপর তিনি এই
আয়াত পড়েন, ‘সুতরাং তোমরা প্রতিপালকের
প্রশংসায় তাসবীহ পাঠ কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্য ডুবার পরে’।
আব্দুল্লাহ ইবনু ফাযালা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.)
একদা আমাকে কিছু বিষয় শিক্ষা দান করেন।
তার মধ্যে রয়েছে, তুমি পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নবান হও। আমি বললাম, এই
সময়গুলো আমার জন্য খুব ব্যস্ততার।
সুতরাং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে নির্দেশ দিন। যখন আমি তা পালন করব, তখন
যেন আমার জন্য তা যথেষ্ট হয়।
তিনি বললেন, তুমি দুই আছরকে যথাযথভাবে আদায় কর। এই ভাষা আমার জানা ছিল
না।
আমি বললাম, দুই আছর কী? তিনি বললেন, সূর্য উঠার পূর্বের সালাত এবং সূর্য অস্ত
যাওয়ার পূর্বের
সালাত।
৫৪৯. তিরমিযী হা/১৭২, ১/৪৩ পৃঃ; ইরওয়াউল গালীল হা/২৫৯।
৫৫০. যঈফ তিরমিযী হা/১৭২; ইরওয়াউল গালীল হা/২৫৯; মিশকাত হা/৬০৬; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৫৮, ২য় খন্ড, পৃঃ ১৭৯।
৫৫১. তাহক্বীক্ব মিশকাত হা/৬০৬-এর টীকা দ্রঃ, ১/১৯২ পৃঃ।
৫৫২. দারাকুৎনী হা/২২।
৫৫৩. ইরওয়াউল গালীল হা/২৬০; যঈফুল জামে‘ হা/২১৩১।
৫৫৪. ইরওয়াউল গালীল হা/২৬০, ১/২৮৮ পৃঃ-
৫৫৫. ছহীহ আবুদাঊদ হা/৪২৬, ১/৬১ পৃঃ; তিরমিযী হা/১৭০, ১/৪২ পৃঃ; সনদ ছহীহ; মিশকাত হা/৬০৭; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৫৯, ২/১৭৯ পৃঃ।
৫৫৬. ছহীহ আবুদাঊদ
হা/৪৩০, সনদ হাসান।
পাঠকের সুবিধাথে অল্প কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Post a Comment