বিসমিল্লাহির রহমানির
রহিম
সালাতের সময়
আছরের সালাতের সঠিক সময় :
কোন বস্ত্তর ছায়া যখন মূল ছায়ার সমপরিমাণ হবে তখন আছরের সালাতের সময় শুরু
হবে। আর দ্বিগুণ হলে শেষ হবে।
তবে কোন সমস্যাজনিত কারণে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত পড়া যাবে।
(ক) আনাস (রাঃ) বলেন, রাসূল (সা.) আছরের সালাত তখন পড়তেন, যখন সূর্য
উঁচুতে উজ্জ্বল অবস্থায় থাকত।
অতঃপর কেউ আওয়ালী বা উঁচু স্থানগুলোর দিকে যেত এবং পুনরায় তাদের নিকট ফিরে
আসত, তখনও সূর্য উপরেই থাকত।
আর আওয়ালীর কোন কোন স্থান মদ্বীনা হতে চার মাইল বা অনুরূপ
দূরে অবস্থিত।
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, যখন সূর্য তার ঘরের মধ্যে থাকত তখন রাসূল (সা.)
আছর পড়তেন। তখনো ছায়া ঘর থেকে বের
হয়ে যায়নি।
(খ) রাফে‘ ইবনু খাদীজ (রাঃ) বলেন, আমরা রাসূল (সা.)-এর সাথে আছরের সালাত
আদায় করতাম।
অতঃপর একটি উট যবহে করতাম। তারপর তাকে দশ ভাগে ভাগ করতাম। অতঃপর সূর্য
অস্ত যাওয়ার পূর্বেই আমরা তার পাক করা গোশত খেতাম
।
(গ) আলা ইবনু আব্দুর রহমান বছরাতে একদিন যোহরের সালাত আদায় করে ফেরার
সময় আনাস ইবনু মালেক (রাঃ)-এর বাড়ীতে গেলেন।
আর মসজিদের পার্শ্বেই তার বাড়ী ছিল। রাবী বলেন, আমরা যখন তার কাছে গেলাম,
তখন তিনি বললেন, তোমরা কি আছরের সালাত আদায় করেছ?
আমরা বললাম, এই মাত্র আমরা যোহরের সালাত আদায় করে আসলাম। তিনি বললেন,
তোমরা আছরের সালাত আদায় করে নাও।
অতঃপর আমরা চলে গেলাম এবং সালাত আদায় করলাম। আমরা যখন ফিরে আসলাম
তখন তিনি বললেন, এটা হল মুনাফিকের সালাত।
সে বসে বসে অপেক্ষায় থাকে। যখন সূর্য লাল হতে থাকে এমনকি শয়তানের দুই শিংয়ের
মাঝে যায়, তখন সে দাঁড়ায় এবং চারটি ঠোকর মারে।
সে আল্লাহকে খুব কমই স্মরণ করে।
(ঘ) ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জিবরীল (আঃ) কা‘বার
নিকট দুইবার আমার ইমামতি করেছেন।
একবার তিনি আমাকে যোহর পড়ালেন যখন সূর্য ঢুলে পড়ল। আর তা ছিল জুতার
দোয়ালির পরিমাণ।
আছর পড়ালেন, যখন প্রত্যেক বস্ত্তর ছায়া তার একগুণ হল। মাগরিব পড়ালেন যখন
ছায়েম ইফতার করে।
আর এশা পড়ালেন যখন লালিমা দূর হল। ফজর পড়ালেন যখন ছায়েম ব্যক্তির উপর
খানাপিনা হারাম হয়
(সাহারীর সময়ের পর)।
পরের দিন তিনি আমাকে যোহর পড়ালেন, যখন প্রত্যেক বস্ত্তর ছায়া তার একগুণ হল।
আর আছর পড়ালেন যখন প্রত্যেক বস্ত্তর ছায়া তার দ্বিগুণ হল।
মাগরিব পড়ালেন যখন ছায়েম ব্যক্তি ইফতার করে। এশা পড়ালেন যখন রাত্রের এক-
তৃতীয়াংশ পূর্ণ হল।
অবশেষে ফজর পড়ালেন এবং খুব ফর্সা করে ফেললেন। অতঃপর তিনি আমার প্রতি লক্ষ্য
করে বললেন, হে মুহাম্মাদ (সা.)! ইহা আপনার পূর্বের নবীগণের সময়।
সালাতের সময় আসলে এই দুই সময়ের মাঝের সময়’।অন্য হাদীছে এসেছে, সর্বোত্তম আমল
হল, আউয়াল ওয়াক্তে সালাত আদায়
করা।
জ্ঞাতব্য :
জিবরীল (আঃ)-এর মাধ্যমে আল্লাহ তা‘আলা রাসূল (সা.)-কে সালাতের
আউয়াল ও আখের দুইটি ওয়াক্ত সম্পর্কে জানিয়েছেন।
এর দ্বারা প্রমাণিত হল যে, বস্ত্তর ছায়া তার দ্বিগুণ হলে আছরের সালাতের শেষ ওয়াক্ত
চলে আসে।
অথচ অধিকাংশ মুছল্লী এই শেষ ওয়াক্তে আছরের সালাত আদায় করে থাকে, যা রাসূল
(সা.)-এর ভাষায় গর্হিত অন্যায়।
সুধী পাঠক! উপরে ত্রুটিপূর্ণ হাদীছ এবং ছহীহ হাদীছ দুই ধরনের হাদীছই পেশ করা হল।
নিঃসন্দেহে মুছল্লীর সামনে পরিষ্কার হয়ে গেছে যে, আছর সালাত সে কোন্ ওয়াক্তে আদায়
করবে।
বিশেষ করে ছাহাবায়ে কেরাম বিভিন্ন উদাহরণ, পদ্ধতি ও জায়গা উল্লেখ করে আছরের
সালাতের সময়টা বুঝানোর চেষ্টা করেছেন।
অথচ কতিপয় যঈফ ও জাল হাদীছের কারণে উক্ত গুরুত্ব মূল্যহীন হয়ে গেছে। এরপরও
যদি সে রাসূল (সা.)-এর আদর্শকে গ্রহণ না করে, তবে কবরে ও ক্বিয়ামতের মাঠে
টিকতে পারবে কি?
মনে রাখা আবশ্যক যে, রাসূল (সা.)-এর আগমনের পর পূর্বের কোন নবী-রাসূলের
আনুগত্য করলেও সে পথভ্রষ্ট হয়ে যাবে।
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের উপস্থিতিতে যদি পূর্বে কোন নাযিলকৃত কিতাবের
অনুসরণ করা হয় তবুও সে রাসূল (সা.)-এর উম্মত থেকে বেরিয়ে যাবে।
অতএব পীর-ফকীর, ইমাম-খতীব এবং তাদের রচিত মনগড়া কল্পিত ধর্মের অনুসরণ
করলে পরিণাম ভয়াবহ হবে।
৫১৩. আব্দুর রাযযাক হা/২০৮৯; ত্বাবারাণী কাবীর ৯/২৯৬।
৫১৪. তানকীহুল কালাম, পৃঃ ২৬৬; তুহফাতুল আহওয়াযী ১/৪১৮
পৃঃ, হা/১৫৯।
৫১৫. আবুদাঊদ হা/৪০৮, ১/৫৯ পৃঃ।
৫১৬. যঈফ আবুদাঊদ হা/৪০৮।
৫১৭. আবুদাঊদ হা/৪১৫, ১/৬০ পৃঃ।
৫১৮. যঈফ আবুদাঊদ হা/৬৪।
৫১৯. ছহীহ বুখারী হা/৫৫৬, ১/৭৯ পৃঃ ও হা/৫৭৯; মুসলিম হা/১৪০৪; মিশকাত হা/৬০১।
৫২০. মুত্তাফাক্ব আলাইহ, বুখারী হা/৫৫০, ১/৭৮ পৃঃ,
(ইফাবা হা/৫২৪, ২/১৬ পৃঃ); মিশকাত হা/৫৯২, পৃঃ ৬০; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৪৪, ২/১৭৪ পৃঃ, ‘জলদি ছালাত আদায় করা’ অনুচ্ছেদ।
৫২১. বুখারী হা/৫৪৫, ১/৭৮ পৃঃ, (ইফাবা হা/৫১৮, ২/১৩ পৃঃ)।
৫২২. মুত্তাফাক্ব আলাইহ, ছহীহ বুখারী হা/২৪৮৫, ১/৩৩৮ পৃঃ; ছহীহ মুসলিম হা/১৪৪৬, ১/২২৫ পৃঃ (ইফাবা হা/১২৮৯); মিশকাত হা/৬১৫; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৬৬।
৫২৩. ছহীহ মুসলিম হা/১৪৪৩, ১/২২৫ পৃঃ, (ইফাবা হা/১২৮৬) ‘মসজিদ সমূহ’ অধ্যায়-৬, ‘জলদি করে আছর পড়া’ অনুচ্ছেদ-৩৫; মিশকাত হা/৫৯৩, পৃঃ ৬০; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৪৫, ২/১৭৫ পৃঃ।
৫২৪. ছহীহ আবুদাঊদ হা/৩৯৩, ১/৫৬ পৃঃ, ‘ছালাত’ অধ্যায়-২, ‘ওয়াক্ত সমূহ’ অনুচ্ছেদ-২; ছহীহ তিরমিযী হা/১৪৯, ১/৩৮ পৃঃ; মিশকাত হা/৫৮৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৩৬, ২/১৬৯ পৃঃ।
৫২৫. ছহীহ আবুদাঊদ হা/৪২৬, ১/৬১ পৃঃ; তিরমিযী হা/১৭০, ১/৪২ পৃঃ; সনদ ছহীহ; মিশকাত হা/৬০৭; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৫৯, ২/১৭৯ পৃঃ।
পাঠকের সুবিধাথে অল্প কিছু লেখা দিয়েছি। তাতে আপনাদের পড়তে সুবিধা হবে।
চলবে...........
Your content is very useful thanx for sharing
ردحذف20 ways to earn money online
إرسال تعليق